স্টাফ রিপোর্টার: সাইরী ইকো রিসোর্টের রিসিপশন থেকে আগুনের সুত্রপাত ঘটেছে।১৫ তারিখ রাত ২টা ১০ মিনিটের দিকে সাইরী ইকো রিসোর্টের রিসিপশনে মাল্টিপ্লাগে সর্টসার্কিট হয়ে আগুণের উৎপত্তি।রিসিপশনের ঠিক পেছনে বীচ ভ্যালী ইকো রিসোর্ট। বাতাস থাকার কারণে মিনিটের মধ্যে বীচ ভ্যালীর ছাউনিতে আগুণ।শুকনো কাট আর বাঁশ দিয়ে তৈরি বীচ ভ্যালী ইকো রিসোর্টে আগুণ লাগার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে।এক পর্যায়ে বীচ ভ্যালীসহ পাশের কিংশুক ইকো রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়।দ্বীপের স্থানীয় এবং আগত পর্যটক ও যৌথবাহিনির প্রাণপণ ২ ঘন্টার চেষ্টায় রাত প্রায় ৪ টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭