নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মধুরচর গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে সুমি আক্তার (২৪) নামের এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে একই উপজেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামের আনোয়ার হোসেন (২৮) এর বিরুদ্ধে। যা নিয়ে সিংগাইর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যাহার নং ২/৩৩৫ । এজাহারে উল্লেখ্য করা হয়েছে প্রায় ৮ বছর আগে বিবাহ হয় সুমির। এরপর স্বামীর সাথে বনিবনা না হয় বিয়ের ৪ বছর পরে তালাক হয়ে যায়। তারপর বাবার বাড়িতে থাকার সুবাদে আনোয়ার হোসেন নামের যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে প্রেমিক আনোয়ার। পরে বিয়ের জন্য চাপ দিলে তালবাহানা শুরু করে এখন আত্মতগোপনে রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে ভুক্তভোগী নারী সুমি আক্তার গণমাধ্যমকে জানান, মিথ্যা আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। আমি এই প্রতারণা বিচার চাই। এ বিষয়ে সিংগাইর থানার এস আই ফজলুল হক বলেন, সিংগাইর উপজেলার মধুরচর গ্রামের ভুক্তভোগী নারী সুমি আক্তার (২৪) নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলাটির তদন্ত চলছে।শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযুক্ত আনোয়ার হোসেন (২৮) এর সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি। উল্লেখ্য , ভুক্তভোগী নারী সুমি আক্তারের অভিযোগের প্রেক্ষিতে সঠিকভাবে তদন্ত করে অভিযুক্তকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি ভুক্তভোগীর পরিবারের।