স্টাফ রিপোর্টার: জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সাভার পৌর কৃষকদল। শুক্রবার বিকাল সাড়ে ৪ টার সময় সাভারের থানা স্ট্যান্ডের পাশে এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মাঈনুল হোসেন বিল্টু,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম হারুন ও ঢাকা জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক মাসুদ সহ স্থানীয় নের্তৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাভার পৌর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো: হাফিজ মোল্লা। উল্লেখ্য এই কর্মসূচীতে প্রায় ৫০০ দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭