স্টাফ রিপোর্টার: ঢাকার সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের (সাভার ডেইরি ফার্ম) ভেতরে ঘাস কাটাকে কেন্দ্র করে মাফুজুর রহমান রাজু (৪০) নামের এক শ্রমিকে গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।বুধবার (২২ জানুয়ারি) খামারের ভেতরের একটি মাঠ থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে পুলিশ।মাফুজুর রহমান পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার চৈইতা গ্রামের আতাহার শিকদার ছেলে। খামার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।ডেইরি ফার্মের শ্রমিকরা জানান, মাফুজুর প্রায় ছয় মাস ধরে অস্থায়ী চুক্তিতে খামারে চাকরি করতেন। গতকাল খামারে কাজ শেষে মাফুজুর আর বাসায় যায়নি। পরে আজ সকালে শ্রমিকরা কাজ করতে এসে রক্তাক্ত অবস্থায় মাফুজুর রহমানের মরদেহ দেখতে পান।ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা ওই ব্যক্তিকে হত্যা করেছে তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭