ভোরের খবর ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার(এসকে) সুরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার সংস্থাটির একটি আভিযানিক টিম তাকে ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছে।এর আগে গত ২৩ শে ডিসেম্বর এসকে সুরের বিরুদ্ধে মামলা দায়ের করে সংস্থাটি। সম্পদের বিবরণী নোটিশের জবাব না দেয়ায় তার বিরুদ্ধে নন সাবমিশন মামলা দায়ের করে দুদক।নাম প্রকাশ না করা শর্তে দুদকের পরিচালক পদমর্যাদার এক কর্মকর্তা মানবজমিনকে বলেন, এসকে সুরকে আজ গ্রেপ্তার করা হয়েছে। এখন তাকে আদালতে নেয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭