ঢাকাবুধবার , ২২ জানুয়ারি ২০২৫

শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান


জানুয়ারি ২২, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ম্যাটস (মেডিকেল অ্যাসিটেন্ট ট্রেইনিং স্কুল) শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১টার কিছু সময় পর ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’  ব্যানারে একদল শিক্ষার্থী শাহবাগে অবস্থান নেন। এসময় শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।শিক্ষার্থীরদের দাবিগুলো হচ্ছে—১০ম গ্রেডে শূন্যপদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি/বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি, কোর্স কারিকুলাম সংশোধন ও ইন্টার্নশিপ ভাতা,  প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ।এর আগে আজ সকাল ১০টার পরপর ম্যাটস শিক্ষার্থীরা কাওরান বাজার এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে মূল সড়কের এক পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে বেলা সোয়া ১১টার পর তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে সমাবেশ করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।