স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের চাপায় ইয়াহিয়া মিয়া (৯) নামের এক মাদরাসার ছাত্র নিহত।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের চাপায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।নিহত ইয়াহিয়া মিয়া নসরতপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে এবং নসরতপুর হাফিজিয়া মাদরাসার ছাত্র।বৃহস্পতিবার দুপুরে মাদরাসা থেকে বের হয়ে মা এবং ছোট বোনের সঙ্গে বাড়ি ফিরছিল সে। মায়ের ডান হাতে ধরে ছিল ইয়াহিয়া, আর বাম হাতে ছিল তার ছোট বোন। ঠিক তখনই হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস দ্রুতগতিতে এসে ইয়াহিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়।ঘটনার পরপরই স্থানীয়রা ইয়াহিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসক জানিয়ে দেন, ইয়াহিয়া আর বেঁচে নেই।হাসপাতালের করিডোরে মায়ের বিলাপ শোকের ভার যেন আরও বাড়িয়ে তুলল। ইয়াহিয়ার মা একবার জ্ঞান হারান, আবার জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গেই বিলাপ করেন। মায়ের একটাই আর্তি-আমার পুতরে আইন্না দেও।’শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসচালক পালিয়ে গেছেন।ইয়াহিয়ার পরিবার তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবর আবেদন করেছে বলেও জানান তিনি।