স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অপহরণের এক মাস পর অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে পিবিআই। গত ১২ জানুয়ারি রাত সাড়ে ১১টায় তাকে উদ্ধার করা হয়।পিবিআই জানায়, শায়েস্তাগঞ্জ থানাধীন বাখরপুর গ্রামের বাচ্চু মিয়া (৪৯) তার কন্যা মুর্শিদা আক্তারকে ৫ম স্ত্রী ও দুই সমুন্ধী অপহরণ করার অভিযোগ এনে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৬ এ মামলা করেন। বিজ্ঞ আদালত মামলাটির তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য হবিগঞ্জ পিবিআইকে নির্দেশ দেন। পিবিআই মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইয়ের এসআই (নিঃ) শাহিনকে।পিবিআইয়ের পুলিশ সুপার হায়াতুন-নবী জানান, গত ১২ জানুয়ারি রাত সাড়ে ১১টায় ভিকটিম মুর্শিদা আক্তারকে সিলেট জেলার বিয়ানীবাজার থানা এলাকা থেকে উদ্ধার করেন।পরে ১৩ জানুয়ারি ভিকটিম মুর্শিদা আক্তারকে উদ্ধারপূর্বক বিজ্ঞ আদালতে পাঠানো হলে ভিকটিম মুর্শিদা আক্তার তার জবানবন্দী প্রদান করে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭