ঢাকাশুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

শহীদ মিনারে শিক্ষক সমাবেশ, রাজপথে নামার আল্টিমেটাম


জানুয়ারি ২৪, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন শিক্ষকরা। শুক্রবার দুপুর ২টার মধ্যে তাদের দাবি সরকার মেনে না নিলে রাজপথে নেমে নতুন কর্মসূচি ঘোষণার আল্টিমেটাম দিয়েছেন তারা।এর আগে সকাল ১০টায় এ সমাবেশ শুরু হয়। এ সময় সারা দেশ থেকে আসা শিক্ষকরা সমাবেশে যোগ দেন। এদিন ভোর থেকেই সারা দেশ থেকে শিক্ষকরা এসে শহীদ মিনারে জড়ো হতে থাকেন।সমাবেশে শিক্ষকদের ‘এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি বলে স্লোগান দিতে দেখা যায়।আন্দোলনকারী শিক্ষকরা বলেন, ‘আমাদের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে বেতন দেয়া হয়, যা একজন শিক্ষক হিসেবে মেনে নিতে পারি না। দশম গ্রেড আমাদের প্রাণের দাবি।’সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতনের ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবিতে শহীদ মিনারে জমায়েত হয়েছেন বলে জানান তারা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।