ঢাকাবৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫

লাখাইয়ে ৫ দোকান পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি


জানুয়ারি ১৬, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:   হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ভরপূর্নি দাখিল মাদ্রাসা ও মোড়াকরি বাজারে একেই রাতে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে ভরপূর্ণি মাদ্রাসা অফিসে ও রাত ১২টায় টায় মোড়াকরি বাজারে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এতে মাদ্রাসার অফিস সহ কয়েকটি শ্রেণিকক্ষ ও উপজেলার মোড়াকরি বাজারের ৪টি দোকান পুড়ে ভষ্মিভত হয়েছে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।ভরপূর্ণি গ্রামের লোকজন জানান, সন্ধ্যায় মাদ্রাসা অফিসে আগুন ধরে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে অফিসের মালামাল সহ কয়েকটি শ্রেণিকক্ষ ক্ষয়ক্ষতি হয়। কিভাবে আগুনের লেগেছে তা যায়নি।হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ জানান, মোড়াকরি বাজারে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমরা পৌছার আগেই স্থানীয়রা লোকজন আগুন নিয়ন্ত্রনে আনেন। এতে ৪টি দোকান পুড়ে ব্যাপক কয় ক্ষতি হয়েছে, তবে কিভাবে আগুন লেগেছে এবং ক্ষয়-ক্ষতির পরিমান তা জানা যায়নি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।