ঢাকাসোমবার , ২৭ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের গাছপালা কেটে সম্পত্তি দখলের অভিযোগ


জানুয়ারি ২৭, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেঞ্চ এলাকায় প্রতিপক্ষের গাছপালা কেটে জমি দখল করার অভিযোগ উঠেছে চর লরেঞ্চ বাজারের সানাউল্লাহ তসিলদারের স্ত্রী বিরুদ্ধে।শনিবার(২৫ জানুয়ারি ) বেলা ১২:৪৫ মিনিটের দিকে ভুক্তভোগীর ছেলে বাবুল হোসেন বাবলু স্থানীয় প্রতিবেশী সানাউল্লাহ তসিলদারের স্ত্রী জেসমিন আক্তার এর বিরুদ্ধে ভাড়াটিয়া লোক দিয়ে প্রায় ১ লক্ষ টাকার গাছপালা কেটে ফেলার অভিযোগ করে সাংবাদিকদের বিষয়টি জানান।বাবুল হোসেন বাবলু বলেন, গত ২০২৩ ইং সালেও একবার প্রায় ১লক্ষ টাকার গাছপালা কাটা হয়। দলীয় প্রভাবে আমরা তার কোন সুবিচার পাইনি।অভিযুক্ত জেসমিন আক্তার ও সানাউল্লাহ তসিলদার গাছ কাটার বিষয়টি অস্বীকার করে বলেন,এখানে অপরাধের কিছুই নেই, চলাচলের রাস্তা ঠিক করার প্রয়োজনে আমরা যায়গাটি পরিষ্কার করেছি।কিন্তু ক্ষতিগ্রস্ত বাবুল হোসেন বাবলু বলেন,আমরা বাহিরে ছিলাম এ সুযোগকে কাজে লাগিয়ে সানাউল্লাহ তসিলদারের স্ত্রী জেসমিন আক্তার ভাড়াটিয়া লোকজন এবং তার স্বজনদের নিয়ে আমাদের অনেক গুলো গাছপালা কেটে ফেলে। বাড়ি থেকে আমার নিকট খবর এলেই ৯৯৯ এ কল দিয়ে জানালে আমাকে থানায় যেতে বলে, সেখানে গিয়ে আলোচনা সাপেক্ষে একটি অভিযোগ পত্র দাখিল করি। এ ব্যপারে সঠিক তদন্তের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু বিচারের দাবি করছি ।অভিযোগের তদন্ত কর্মকর্তা জানান,এ ব্যপারে অফিসার ইনচার্জ মহোদয়ের অনুমতি সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।