লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ।। চলতি বছরে লক্ষ্মীপুরের নৌ-অঞ্চলে যুক্ত হচ্ছে ৩টি আধুনিক লঞ্চ টার্মিনাল। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে মজু চৌধুরীর হাট লঞ্চ ঘাট এলাকায় পরিদর্শনে আসেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
(বিআইডব্লিউটিএ, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের) নৌ-সংরক্ষণ ও পরিচালক বিভাগের (যুগ্ম পরিচালক) শ.আ. মাহফুজ উল আলম মোল্লা (সজল) জানান, শিগগিরই ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক নৌ-টার্মিনাল করা হবে লক্ষ্মীপুর জেলার ৩টি নৌ-রুটের পয়েন্টে।
মজু চৌধুরী হাটের লঞ্চঘাট, মতির হাট লঞ্চঘাট, রামগতির বদ্দারহাট ও শরিয়তপুর জেলার আলু-বাজার লঞ্চ টার্মিনাল। ১টি প্যাকেজের আওতায় ৪টি লঞ্চ টার্মিনাল নির্মাণ করা হবে। আশা করি ২০২৫ সালের মধ্যেই এই টার্মিনালগুলোর নির্মাণ কাজ শেষ হবে।
এলাকাবাসী জানান, আমাদের লক্ষ্মীপুরবাসীর ভাগ্য ভালো যে আমরা তিনটি নৌ-রুটে লঞ্চ টার্মিনাল পাব। এ অঞ্চল দিয়ে ভোলা, বরিশাল ও বিভিন্ন জেলার সাথে আমারদের সম্পর্ক বৃদ্ধি পাবে এবং আমরা সহজভাবে ঢাকায় আসা যাওয়া করতে পারবো। এতে আমাদের লক্ষ্মীপুর এলাকার অনেক উন্নত হবে। বাড়বে ব্যবসা বাণিজ্যও।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর বিআইডব্লিউটিএ বন্দর-বিভাগের (উপ-পরিচালক) মো. বশির আলী খান, নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলামসহ প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭