ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

যেকোনো নির্বাচিত সরকার, অনির্বাচিত সরকারের থেকে ভালো: ফখরুল


জানুয়ারি ২১, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   যেকোনো নির্বাচিত সরকার, অনির্বাচিত সরকারের থেকে ভালো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেনে তিনি।ফখরুল বলেন, ‘আমাকে অনেকে ভুল বোঝেন। বলেন, আপনি এত নির্বাচন নির্বাচন করেন কেন? বিশেষ করে ছাত্ররা তো বলেই। নির্বাচন চাওয়ার কারণ একটাই-আমরা বিশ্বাস করি, জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যেকোনো নির্বাচিত সরকার কিন্তু অনির্বাচিত সরকারের থেকে ভালো। আমার এক্সেস থাকে, আমি যেতে পারি, কথা বলতে পারি। আমার কিন্তু এখন সেই জায়গাটা নেই।’ধৈর্য না হারানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা কেন জানি না আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু ধৈর্য একেবারেই কম। মাত্র কয়েক মাস হলো, এরমধ্যে সব পাগল হয়ে গেছি আমরা।’ বর্তমান অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে ফখরুল বলেন, ‘এই সরকার অনেক ভুল-ত্রুটি করছে। ভুল তো করবেই, তারা তো আর সরকারে ছিলো না। রাজনীতি করেনি। রাজনীতি সম্পর্কে তো অতো জানেও না, বোঝেও না। তাদের সেই সময়টুকু দিতে হবে।’ফখরুল বলেন, ‘প্রতিদিন দাবি-দাওয়া নিয়ে মিছিল বের হচ্ছে, এতদিন কোথায় ছিলে বাবা? তখন তো একটা কথা বলার সাহসও পাওনি।’

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।