নিজস্ব প্রতিবেদক।। ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। গত ০৫ই আগষ্ট ২০২৪ইংআওয়ামীলীগ সরকারের পতনের পরে যেন তার আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হয়েছে।দখলবাজি,চাঁদাবাজি,মারধর সহ নানাঅপরাধ সংঘটিত কাজে যুক্ত হয়েছেন তিনি। দলীয় প্রভাবের বলায়ে গড়েছেন সম্পদ ও। এ যেন দ্বিতীয় সম্রাটের সাম্রাজ্য তার।অভিযোগ আছে তার আপন ভাই বদরুল আলম সবুজ ঢাকা দক্ষিণ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব হওয়ায় তাকে দিয়ে ঢাকার শান্তিনগর ইস্টার্ন প্লাস সহ বেশ কয়েকটি স্থান থেকে চাঁদাবাজি করায়। অন্যদিকে , তার নিজ এলাকা ফেনী–১ছাগলনাইয়ার শুভপুরের বেশ কয়েকটি স্থানে অবৈধ ভাবে বালু উত্তোলনের মহাৎসব শুরু করে এই মজনুর নের্তৃত্বেই। যা এখনো বিদ্যা মান রয়েছে। শুধু তাই নয় , এমন একাধিক অভিযোগের তীর ছুড়েও কোন সুরহা পাচ্ছেন না সাধারণ জনগণ। অবশেষে , লিখিতঅভিযোগ দেওয়া হয়েছে বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কার্যালয়ে। উল্লেখ্য আছে বেশ কয়েকটি অভিযোগ। জনগণ এমন অতিষ্ঠ হয়েও মুখ খুলতেও ভয় পায় অনেকেই। তবে রফিকুল আলম মজনুর দাপট আর হিংস্র প্রভাবের কথা স্বীকার ও করলেন স্থানীয় নেতাকর্মীদের মধ্যে কেউ কেউ। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির এক নেতা বলেন, মজনু ভাই আগে থেকেই একটু অন্য রকম ছিল। কিন্তু সরকারের পতনের পরে তিনি অর্থ লোপাটের সব প্রন্থাই অবলম্বন করছেন। দলীয় পদ পদবী দিতেও তিনি অনৈতিক প্রন্থা অবলম্বন করেন। ফেনী ছাগলনাইয়ার এক ছাত্রদল নেতা জানান, চলমান সময়ে পৌরসভার টেন্ডারে তাকে যাতে ৩% কমিশন প্রদান করা হয় তার জন্য সে নিজে সেখানে উপস্থিত হন এবং কর্মকর্তা কর্মচারীদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এভাবেই প্রভাব খাঁটিয়ে বেড়ে ওঠা ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর বিরুদ্ধে সঠিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিও জানান এলাকাবাসী।