ঢাকাবৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

মুন্সীগঞ্জে বাজার পুড়িয়ে দেওয়ার হুমকি


জানুয়ারি ৯, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:   মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সিদ্ধেশ্বরী বাজার পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে । এ ব্যাপারে বাজার কমিটির সাধারন সম্পাদক আবুল কালাম পাইক বাদী হয়ে ৮ই জানুয়ারী বুধবার টঙ্গীবাড়ী থানায় একটি জিডি করেন, যাহার নাম্বার – ৩২৩ । জানাগেছে, মুন্সিগঞ্জ জেলা টঙ্গীবাড়ি উপজেলার মান্দ্রা গ্রামের মৃত আব্দুল কাদের খানের ছেলে আব্দুল আহাদ খান (৮২) এর সাথে সিদ্ধেশ্বরী বাজারে দোকানদারদের সাথে দোকান মালিকানা নিয়ে বিরোধ চলে আসতেছে । এরই জের ধরে ৮ই জানুয়ারী বুধবার সকালে উক্ত বাজারের কাচা বাজারের সামনে দাঁড়াইয়া ব্যবসায়ীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে । এ সময় বাজার কমিটির সাধারন সম্পাদক আবুল কালাম পাইক প্রতিবাদ করিলে তাকেও গালিগালাজ ও প্রাণনাশের হুমকি ও সিদ্ধেশ্বরী বাজার আগুন লাগাইয়া পুড়িয়ে দেওয়ার প্রকাশ্যে হুমকি দেয় । আব্দুল আহাদ খান বাজারে আগুন দেওয়ার হুমকিতে বাজারের দোকানদাররা আতঙ্কে রয়েছেন । এই ঘটনায় বাজারের একাধিক দোকানদার জানান, আহাদ খান প্রতিনিয়ত মানুষের সাথে বকাবকি ও দুর্ব্যবহার করে, তাকে বিশ্বাস করা যায় না, যে কোন সময় বাজারে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে ।এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানা একটি জিডি হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।