স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই আরফান গাজী (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরও দুজন।বৃহস্পতিবার (১৬জানুয়ারি) সন্ধ্যায় পুরাতন ঢাকা–সিলেট মহাসড়কের সুরমা চা বাগান এলাকায় এ দুর্ঘটনা হয়।নিহত আরফান গাজী হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের আ:রহিমের ছেলে।বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,আজ সন্ধ্যার আগে পুরাতন ঢাকা–সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া সুরমা ২০ নম্বর এলাকায় একটি হাইয়েস (মাইক্রোবাস) ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আরফান গাজীর নিহত হন। গুরুতর আহত আরও দুজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ওসি আরও বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭