স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম নবাগত এসিল্যান্ড হিসাবে যোগ করেছেন।গত সোমবার(১৩জানুয়ারী) এসিল্যন্ড হিসেবে দায়িত্ব গ্রহন করেন তিনি। তাঁর যোগদান উপলক্ষে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি ৩৮তম বিসিএস ক্যাডার উত্তীর্ণ হন।এর আগে তিনি আজমিরীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করে বর্তমানে মাধবপুর উপজেলায় এসিল্যান্ড হিসেবে দায়িত্ব গ্রহন করেন ।এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন, সরকারি নিয়ম ও ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।