গাইবান্ধা প্রতিনিধি: প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আরআরএসআর রাইস মিলস (প্রাঃ) লিমিটেডকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান।সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান বলেন - ধান, চাল, আটা, ময়দা ও চিনির পরিবহনের জন্য পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু মিল মালিকরা আইন অমান্য করে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে এই আইন অমান্য করেছে।তিনি আরও বলেন, সেনাবাহিনীর সহায়তায় মহিমাগঞ্জে রাইস মিলগুলোতে চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অভিযোগে ভ্রম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় আরআরএসআর রাইস মিল থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭