মোঃ মনিরুজ্জামান রুবেল (কুষ্টিয়া) প্রতিনিধি: আজ ২৪/০১/২০২৫ ইং,রোজঃ শুক্রবার ভেড়ামারা শহরের প্রাণকেন্দ্র ভেড়ামারা রেল স্টেশনের ১নং প্ল্যাটফর্ম এর উপর অবস্থিত উন্মুক্ত লাইব্রেরী স্থাপন করেছেন ২০১৯ এস,এস,সি ব্যাচের কিছু ছাত্র-ছাত্রী। রেলস্টেশনে অপেক্ষামান যাত্রী ও জনসাধারণ এর জ্ঞান অন্বেষণ ও মধুময় সময় কাটানোর জন্য অন্যতম স্থান হয়ে উঠবে এই উন্মুক্ত লাইব্রেরী।উন্মুক্ত লাইব্রেরী উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মোঃ আনোয়ারুল আজিম, কুষ্টিয়া জেলা বিএনপির জোষ্ঠ যুগ্ম আহবায়ক ও ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, ভেড়ামারা উপজেলা পরিষদ এর সাবেক সফল চেয়ারম্যান এবং ভেড়ামারা পৌর সভার সাবেক মেয়র এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জব্বার আলী, আলহেরা মডেল একাডেমির প্রধান শিক্ষক হাছানুজ্জামান খসরু,ভেড়ামারা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভেড়ামারা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শামীম রেজা শামীম, ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মনিরুজ্জামান রুবেল, ভেড়ামারা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল হোসাইন সোহাগ,ভেড়ামারা পৌর ছাত্রদলের সদস্য সচিব প্রত্যাশা করিম,মাসুম, রকি,জীবন, সৈকত।।২০১৯ ব্যাচের ছাত্র-ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন মাহি,,বাপ্পি, ,সাজিদ,,তুষার,,তন্ময়,,রাতুল,,হাকিম ,,পল্লব,,সিয়াম,,ইরা,,ইরা,,নওসিন,,জুই,,জেনিথ,,সোহান,,রেদওয়ান,,সরন,,আরও অনেকে।।