ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় গেইট ভেঙে বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ধীতপুর ইউনিয়নের বহুলী গ্রামের খাদিমুলের বাড়িতে ওই ঘটে।বাড়ির মালিক খাদিমুল জানান, মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে একদল ডাকাত তার বাসার মূল ফটকের লক ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের বেঁধে রাখে ও মারধর করে। এসময় ঘরে থাকা দুই লক্ষ টাকার গয়না ও নগদ ৫৫ হাজার টাকা নিয়ে যায়। বুধবার সকালে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭