(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় জমিসংক্রান্ত বিরোধে রান্না ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার পাড়াগাঁও চটানপাড়ার মৃত আলতাফ আলীর ছেলে মোঃ আমির আলীর সাথে উপজেলার পাড়াগাঁও বড়চালা এলাকার মৃত গফর মন্ডলের ছেলে মোঃ মিজানুর রহমান (৬০), আলতাফ আলীর ছেলে মোঃ ছফির উদ্দিন (৫৭), -আব্দুস ছামাদের মোঃ সোরহাব (৫৫) ও মোঃ আব্দুল জলিল (৫০) এর সাথে জায়গা জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও শত্রুতা চলছিলো। বিরোধের জেরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ক্ষয়ক্ষতি করে আসছিলো। গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) উল্লেখিত ব্যক্তিরা সহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জন মোঃ আমির আলীর বসত বাড়ীর পশ্চিম পাশে দখলীয় জমি জোর পূর্বক জবর দখল করার জন্য জমিতে ইট, বালু সিমেন্ট নিয়ে জমির বাউন্ডারী নির্মান কাজ শুরু করে। তখন মোঃ আমির আলী ও তার পরিবারের লোকজন কাজে বাঁধা নিষেধ করলে সকল মারার জন্য এগিয়ে আসে। পরে পরিবারের লোকজন সহ ভয়ে দৌড়ে ঘরের ভিতর আশ্রয় নিলে উল্লেখিত ব্যক্তিরা পিছন পিছন এসে ঘরে ঢুকতে না পেরে একপর্যায়ে রান্না ঘরে আগুন লাগিয়ে দেয়। তখন ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রন আনে। এতে রান্না ঘর পুড়ে আনুমানিক ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা ক্ষতি হয় হয় বলে জানান ভুক্তভোগী পরিবার।অভিযুক্ত মোঃ ছফির উদ্দিন বলেন, আমরা কারো ঘরে আগুন দেইনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।এবিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল হুদা খান জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭