(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রদল নেতা রাফি উল্যাহ চৌধুরী ও ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাহিদ আল হাসান মৃদুলের নেতৃত্বে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।র্যালীটি ভালুকার পাঁচ রাস্তা মোড় থেকে বের হয়ে ভালুকা বাজার প্রদক্ষিণ শেষে থানার মোড় হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সড়ক প্রদক্ষিণ করে ভালুকা উপজেলা বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন, মল্লিকবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, ধীতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর হোসাইন, মেদুয়ারী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জিহাদুল ইসলাম ইলিয়াস, ভালুকা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান তুষার, ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসমাইল সারাফ, হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি শামীম আহমেদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, সাগর, এমদাদ,রাজীব আহসান, মাহমুদুল হাসান দিপু, মো. আরাফাত, অর্ণব আহমেদ মিরাজ, তাহসান হাসান তানিম, আলিফ মাহমুদ রাফি, সেকান্দর, সুমন, আশিক, রুমান, ফাহাদ, আলামীন, হাসনাত ও রিশাত প্রমুখ।