বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার বেড়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গতকাল শুক্রবার (৩জানুয়ারি)গঠন করা হয়। বেড়া ইছামতী সিনেমাহলের প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় বেড়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য দৈনিক প্রথম আলোর বেড়া উপজেলা প্রতিনিধি বরুন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক নয়া দিগন্তের বেড়া উপজেলা প্রতিনিধি শফিউল আযম আলতুকে আহবায়ক ও সহকারী অধ্যাপক দৈনিক দেশের কন্ঠের বেড়া উপজেলা প্রতিনিধি সাজেদুল ইসলাম দীপুকে সদস্য সচিব, এ যুগের দীপের প্রকাশক ওমর সরকার ও ইনকিলাব বেড়া উপজেলা প্রতিনিধি মোঃ মানিক হোসেনকে যুগ্ন আহবায়ক করে চার সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাইদুর রহমান বকুল(দৈনিক মানব জমিন) বরুন রায় (প্রথম আলো) আবুল কালাম আযাদ (দৈনিক করতোয়া/দৈনিক মানব কন্ঠ) ওয়াহিদুজ্জামান (দৈনিক আমারদেশ) রতন কুমার আচার্য (দৈনিক ইত্তেফাক) মোঃ আতিকুর রহমান(দৈনিক নওরোজ) সরকার আরিফ ইফতেখার(দৈনিক কালবেলা)ওমর ফারুক(দৈনিক আজকের প্রভাত)। কমিটি আগামী তিন মাসের মধ্যে কার্যকারী কমিটি ঘোষণা সহ বেড়া প্রেসক্লাবের পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করতে সবাই ঐকমত্যের ভিত্তিতে আহবায়ক কমিটির ওপর দ্বায়িত্ব অর্পন করেন।