ঝিনাইদহ প্রতিনিধি: আদিবাসীদের উপর হামলা ও প্রতিবাদে প্রগতিশীল ছাত্র নেত্রীবৃন্দের উপর হামলার প্রতিবাদে রোজ শনিবার বিকাল ৪ ঘটিকায় ঝিনাইদহে আদিবাসী ফোরাম ও বাম গণতান্ত্রিক জোটের এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রোজ শনিবার ১৮ই জানুয়ারি বিকাল ৪ঃ০০ টায় ঝিনাইদহ অজির আলী স্কুল মাঠ এর সামনে থেকে এক বিক্ষোভ সমাবেশ বাহির হয়। বিক্ষোভ মিছিলিটি ঝিনাইদহ শহর প্রদক্ষিণ করে পায়রা চত্বরে বাম গণতান্ত্রিক জোটের ঝিনাইদহ জেলার সমন্বয়ক কমরেড সাহিদুল এনাম পল্লবের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঝিনাইদহ জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড স্বপন কুমার বাগচী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের জেলার আহবায়ক কমরেড এডভোকেট আসাদুল ইসলাম , আদিবাসী ফোরামের ঝিনাইদহ জেলার সভাপতি অসিত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নীলকান্ত কুমার বিশ্বাস, ঝিনাইদহ জেলা উদীচির সাধারণ সম্পাদ ক আরিফুল ইসলাম মিঠুন, বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর ঝিনাইদহ জেলার সভাপতি ছাত্রনেতা শারমিন সুলতানা প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এর ঝিনাইদহ জেলার নেতা আসাদুল ইসলাম।সমাবেশে বক্তাগন বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের জুলাই আগস্ট এর চেতনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি দল বিভিন্ন রকম ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানের চেতনা কে পদদলিত করছে। আদিবাসী ছাত্রদের উপর হামলা ও তার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রদের উপর পুলিশী হামলার নিন্দা জ্ঞাপন করেন। এই হামলা কে স্বৈরাচার ফ্যাসিবাদী শেখ হাসিনার কথা স্মরণ করিয়ে দেয় বলে উল্লেখ করেন। এ দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সকলের এ দেশ কারো নির্দিষ্ট নয়। যারা বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানের চেতনাকে অন্যভাবে পরিচালনা করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে উঠবে তাদের কেউ দেশবাসী ফ্যাসিবাদী শেখ হাসিনার মত বিতাড়িত করবে। দেশ পরিচালনা করতে পারলে অবিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭