মনোরঞ্জন রায় (পঞ্চগড়) জেলা প্রতিনিধি: পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় হিন্দু সম্প্রদায়ের শিশু সহ ৮ বাংলাদেশী নাগরিক'কে আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি। সোমবার (২০ জানুয়ারি) মধ্য রাতে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর অধীনস্থ বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা হতে তাদের আটক করা হয়। আটক ৮ জনের মধ্যে শিশু ৩জন ও মহিলা ২জন। আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার চন্ডীপুর গ্রামের ১। বিশ্বজিৎ রায় (২৭),২। তার স্ত্রী খুশী রায়(২৩), ৩৷ শিশু সন্তান প্রানাভি রায়(৩), ৪। কাহারোল উপজেলার শ্রী রতন রায় (৩০), ৫। স্ত্রী চন্দনা রানী রায়(২৮), ৬। শিশু সন্তান সমর রায়(১০), ৭। মেয়ে চুমকা রানী, পঞ্চগড়ের বোদা উপজেলার ধমেশ্বর রায় এর ছেলে ৮। সুজন রায়(২১)। বিজিবি জানায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনার লক্ষ্যে সদা তৎপর রয়েছি। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৭৭/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে কাজীপাড়া নামক স্থান হতে বড়শশী বিওপির একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছে নগদ ৪,৫৮৪ ও ব্যবহৃত ৩টি মোবাইল ফোন সহ বোদা থানায় হস্তান্তর করা হয়। এ সময় শিশু তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিজিবি আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমারা জানতে পারি তারা বিভিন্ন দালাল চক্রকে ১,৩০,০০০ টাকা চুক্তিতে সীমান্তে এসেছে। সীমান্তে চোরাচালান রোধ সহ সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড প্রতিহত করতে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা তৎপর রয়েছি। আমাদের এই চলমান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭