হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর ক্যাম্পের শালিস প্রক্রিয়া অমান্য করে উল্টো ভুক্তভোগীর কাছে চাঁদাদাবী অভিযোগ উঠেছে ইউপি সদস্যসহ দুই জনের বিরুদ্ধে। চাঁদা না দিলে ও কোথাও অভিযোগ করলে সেনাক্যাম্পে অভিযোগ দিয়ে বাড়ি-ঘর ভেঙে গ্রাম থেকে তাড়িয়ে দেয়া ও ট্রাক চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দেয়ার অভিযোগ ইউপি সদস্য দিলশাদ আহমেদ ও সেবুল মিয়ার বিরুদ্ধে। এঘটনায় জীবনের নিরাপত্তা ও প্রাপ্য জায়গা ফিরিয়ে দেয়ার দাবী জানিয়ে সেনাবাহিনী, উপজেলা ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নবীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মোক্তার হোসেন তালুকদার নামে এক ভুক্তভোগী।মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ প্রেসক্লাব ভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার আউশকান্দি ইউনিয়নের আমুকোনা গ্রামের মোবারক মিয়া তালুকদারের ছেলে মোক্তার হোসেন তালুকদার।মোক্তার হোসেন তালুকদার তার লিখিত বক্তব্যে বলেন- বিগত কিছুদিন পূর্বে বানিয়াচংস্থ সেনা ক্যাম্পে জমি দখল সংক্রান্ত বিষয়ে মোক্তার হোসেন তালুকদার ও ছাদেক মিয়ার বিরুদ্ধে একই গ্রামের রফিক মিয়ার ছেলে জয়নাল মিয়া নামে এক ব্যক্তি একটি অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে গত ১৫/০১/২০২৫ ইং তারিখে সেনাবাহিনী ক্যাম্পে রায় হয় মোক্তার হোসেন তালুকদার ও ছাদেক মিয়া অভিযোগারী জয়নাল মিয়াকে ১০ শতক জায়গা হস্তান্তর করে দিবেন ও জয়নাল মিয়ার দখলে থাকা মোক্তার হোসেন তালুকদারের ৪ শতক জায়গা তাকে ফেরৎ দিবেন মর্মে রায় হয়।কিন্তু ছাদেক মিয়ার কাছ থেকে জায়গা না নিয়ে জয়নাল মিয়া ভাড়াটিয়া লোকজন দিয়ে মোক্তার হোসেন তালুকদারকে ভয় ও চাপ সৃষ্টি করে তার প্লট থেকে উল্লেখিত ১০ শতক জায়গা জোরপূর্বক দখল করে নেয়। অথচ রায় মোতাবেক পুর্বে জয়নাল মিয়া কর্তৃক দখলকৃত ৪ শতক জায়গা ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও জয়নাল মিয়া উক্ত ৪ শতক জায়গা ফিরিয়ে দেয়নি।কোন উপায়ন্তর না দেখে মোক্তার হোসেন তালুকদার বিগত ১৮/০১/২০২৫ ইং তারিখে সেনাক্যাম্পে গেলে জানতে পারেন দায়িত্বরত অফিসার ছুটিতে আছেন। পরে ২০/০১/২০২৫ ইং তারিখে প্রতারক সেবুল মিয়া ও মেম্বার দিলশাদের কথায় আবারও সেনা ক্যাম্পে যাওয়ার পর জানতে পারেন যে, দায়িত্বরত অফিসার ক্যাম্পের বাহিরে আছেন। ডিউটিরত অফিসার যোগাযোগ করে পরবর্তীতে যাওয়ার জন্য বলেন।মোক্তার হোসেন তালুকদার তার বক্তব্যে আরও বলেন, মেম্বার দিলশাদ-সেবুলকে তার ৪ শতক জায়গা আলাদা করে ফেরৎ দেয়ার জন্য বললে তারা তাকে জায়গা আর ফিরিয়ে দেওয়া হবে না এবং এই দলিল বাতিল হয়ে গেছে বলে জানান। এক পর্যায়ে মেম্বার দিলশাদ ও সেবুল মোক্তার হোসেনের কাছে ৫ লক্ষ টাকা চাদা দাবি করে এবং সেনাক্যাম্পে ১০-১২ টি অভিযোগ করিয়ে ও মানুষ দিয়ে তার বাড়ি-ঘর ভেঙে তাকে পরিবারসহ গ্রাম থেকে তাড়িয়ে দিবে এবং আমি দলিল দিয়ে কোন অভিযোগ দাখিল করলে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলারও হুমকী দেন। আওয়ামীলীগ ও শ্রমিক নেতা মেম্বার দিলশাদ নিজেকে প্রভাবশালী ও বড় নেতা দাবী করে ভয়-ভীতি ও হুমকি দিয়ে আসছে। এছাড়াও সেবুল নিজেকে সার্ভেয়ার দাবি করে অনেক মানুষের সাথে জাল দলিল, টাকা আত্মসাৎ করে প্রতারণা করে আসছে বলে অভিযোগ করেন মোক্তার হোসেন তালুকদার।তিনি আরও বলেন, তিনি গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে ক্ষুদ্র ব্যবসা করে ২০ বছরে যা সঞ্চয় করেছিলেন তা হাতিয়ে নেয়ার অপচেষ্টা করে যাচ্ছে এই চাঁদাবাজচক্র। এ অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ২ বার ব্রেইন স্টোকও হয়েছে। তার কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে এর সকল দায়বার উল্লেখিত জয়নাল, সেবুল মিয়া ও মেম্বার দিলশাদ বহন করবে বলেও তিনি উল্লেখ করেন। তার দলিলদি দেখে তদন্তপূবর্ক বিষয়টি মীমাংসা করে তার প্রাপ্য সব জায়গা ফিরিয়ে দেওয়াসহ তার ও তার পরিবারের সকলের জীবনের নিরাপত্তা প্রদানে যথাযোগ্য ব্যবস্থা নিতে সেনবাহিনী, জেলা-উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭