স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ প্রেসক্লাব-২০২৫ সালের নব-নির্বাচিত কমিটিকে বিদায়ী কমিটি কর্তৃক বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার(০৬ জানুয়ারি) দুপুরে নবীগঞ্জ প্রেসক্লাব ভবনে নবীগঞ্জ প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি এম এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মো.সেলিম তালুকদারের সঞ্চালনায় বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এটিএম সালাম ও সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী।সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী,এসআর চৌধুরী সেলিম, আনোয়ার হোসেন মিঠু, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মো. আলাউদ্দিন, সাবেক সভাপতি মো. সরওয়ার শিকদার, রাকিল হোসেন, সদ্য বিদায়ী সহসভাপতি এমএ মুহিত, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, কার্য নির্বাহী কমিটির সদস্য অলিউর রহমান অলি, সদস্য এম মুজিবুর রহমান, সাবেক অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম, মো.শওকত আলী, আবু তালেব, গৌছুজ্জামান চৌধুরী, এটিএম জাকিরুল ইসলাম, প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না,নাবেদ মিয়া, ইকবাল হোসেন তালুকদার, সাগর আহমেদ, আলাল মিয়া, অঞ্জন রায়, হাসান চৌধুরী, শাহরিয়ার আহমেদ শাওন, জুয়েল আহমেদ, স্বপন রবি দাস, প্রমুখ।বরণ অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ২০২৪ সালের বিদায়ী কমিটি ও অন্যান্য নেতৃবৃন্দ নব নির্বাচিত ২০২৫ সালের কমিটিকে ফুলেল তোড়া দিয়ে বরণ করেন। এসময় নবীগঞ্জ প্রেসক্লাবের বিদায়ী কমিটি কর্তৃক প্রকাশিত ‘স্বপ্ন’ নামক ম্যাগাজিন উপস্থিত সদস্যদের হাতে তোলে দেয়া হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭