ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

নবীগঞ্জে মেম্বার দিলশাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা


জানুয়ারি ২৩, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার দিলশাদ মিয়ার বিরুদ্ধে ৫ লাখ টাকার আত্মসাতের মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন।আউশকান্দি হিরাগঞ্জ বাজারে বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) সকালে ইউপি সদস্যর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের বক্তব্য প্রত্যাহারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আমুকোনা গ্রামের সমাজসেবক শাহিন মিয়ার সভাপতিত্বে উক্ত মানববন্ধন বক্তব্য রাখেন সার্ভেয়ার শেবুল হোসাইন,আমুকোনা গ্রামের আলী হোসেন তালুকদার, মনর মিয়া, নুর ইসলাম, রায়পুর গ্রামের মল্লিক মিয়া,প্রমুখ।নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ দিলশাদ মিয়া বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা অপবাদ। তিনি আর ও বলেন মুক্তার মিয়া ও জয়নাল মিয়ার মাঝে জায়গা নিয়ে আসে এর বিচার করতে গিয়ে আমার বিরুদ্ধে ভুয়া তথ্য দিয়ে আমার বিরুদ্ধে স্থানীয় পত্রিকায় নিউজ হয়েছে।এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও হবিগঞ্জের স্থানীয় ২-৩টি পত্রিকায় নিউজ হয় এটি মিথ্যা ও বানোয়াট। বিষয়টি নিয়ে জনমনে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ভুক্তভোগী দিলশাদ মিয়া আরও জানান, মুক্তার মিয়া আমাকে হয়রানি করতে সকল মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে একটি ভুয়া নিউজ করেছে। মিথ্যা তথ্য প্রত্যাহার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো: মোক্তার মিয়ার উপযুক্ত শাস্তির দাবি করছি।এলাকাবাসী বক্তব্যে বলেন, মুক্তার মিয়ার কারণে আমুকোনা এলাকার সকল নীরহ মানুষ অতীষ্ঠ কারণ সে এলাকার একজন নামকরা সুদের মহাজন, তার কারণে এলাকার কোনও মানুষ শান্তিতে নেই। সে একজন মামলাবাজ লোক। দিলশাদ মিয়া মেম্বারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এটি সম্পূর্ণ মিথ্যা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।