ঢাকাবৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫

নবীগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


জানুয়ারি ১৬, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:   এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার(১৫জানুয়ারি) দুপুরে নবীগঞ্জ যোগল কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা সাকিল আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া,গজনাইপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল আহমেদ ছালিক,প্রমুখ।জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ গজনাইপুর ইউনিয়ন সঙ্গে দেবপাড়া ইউনিয়নের মধ্যকার ১ম খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১-১ গোলে (ড্র) সমতা হলে খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ২-৩ গোলের ব্যবধানে দেবপাড়া ইউনিয়ন বিজয়ী হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।