স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে ইতালি প্রবাসী তরুণ নাঈমের লাশ দেশে আসলো ২ মাস পর।সংসারের হাল ধরতে প্রায় ৮ মাস আগে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পথে ইতালি পাড়ি জমিয়েছিলেন নবীগঞ্জের মিসপাউর রহমান নাঈম (২২) নামে এক তরুণ। ইতালি পৌছার মাত্র ৬ মাসের মাথায় স্বপ্নবাজ তরুণ নাঈমের মৃত্যুর সংবাদ পায় তার পরিবার।সে নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের মিল্লিক গ্রামের সাঈদুর মিয়ার পুত্র। দুই ভাই ও এক বোনের মধ্যে নাঈম মেজো ছিল।নবীগঞ্জের তরুণ নাঈমের মরদেহ মৃত্যুর ২ মাস পর আগামীকাল ১৭ জানুয়ারি (শুক্রবার) বিকাল ৩টার দিকে তার মরদেহ বাংলাদেশে এসে পৌছাবে। পরদিন ১৮ জানুয়ারী শনিবার মিল্লিক গ্রামে জানাযা শেষে তার দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে। এর আগে গত মঙ্গলবার (১৪জানুয়ারি) ইতালিতে তার জানাযা সম্পন্ন হয়েছে।নিহত নাঈমের বাবা সাঈদুর মিয়া জানান, গত বছরের ১০ নভেম্বর রবিবার ইতালির স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে নিহত নাঈম স্কুটারযোগে কাজে যাওয়ার পথে একটি কারের ধাক্কা লাগলে সে ছিটকে পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। পরদিন ১১ নভেম্বর সোমবার রাত ১টার দিকে তাকে মৃত ঘোসণা করেন চিকিৎসকরা।তার চাচা কামরুল হাসান জানান, আমি এবং নাঈম একসাথেই লিবিয়ায় ছিলাম। গত বছরের এপ্রিলে সে লিবিয়া থেকে ইতালি পৌছায়। পরিবারকে ভালো রাখার জন্য ইতালি গিয়েছিল। এখন তার প্রাণহীন দেহ দেশে ফিরবে।