ঢাকারবিবার , ১৯ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

নড়িয়ায় বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত


জানুয়ারি ১৯, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার:   দীর্ঘ ১৬ বছর পর শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়ন বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫ টায় নওপাড়া ইউনিয়ন বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠন এর আয়োজনে জয়বাংলা বাজার ও নওপাড়া বাজারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি দাদন মুন্সীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শরিয়তপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণ।এ সময় আরো উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি,সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর, উপজেলা যুবদলের সভাপতি নিক্সন খান, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শান্ত, নওপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো: তাকবির হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসিন সরদার, ইউনিয়ন যুব দলের সদস্য আক্তার,মজিবর, মো: বাবুল সরদার,মহি খা, মজিবর সিকদার, করিম বেপারী,রুবেল মোল্লা,বোরহান সরদার,জয়নাল বেপারী,আক্তার দাড়িয়া,আশিক মুন্সী,জহির বেপারী প্রমুখ।সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিরণ বলেন, ১৬-১৭ বছর পর এই এলাকার লোকজনের সাথে সাক্ষাৎ করে আমি নিজেকে খুব উৎফুল্লহ মনে করছি সাথে সাথে মনে করছি আমি একটি মুক্ত বাতাসে বাংলাদেশে আছি। এ সময় তিনি আরো বলেন, আমরা একটি গনতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা চালু করবো আশা করছি।আগামী নভেম্বর ডিসেম্বরে একটি সাধারণ নির্বাচন হবে সেই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক পার্টি অংশ নিবে এবং যারা সংখ্যাগরিষ্টতায় পাশ করে সরকার গঠন করবে তাদের নেতৃত্বে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয় সেখানে এই পিছিয়ে পড়া বাংলাদেশ ১৭ বছরে যেই জঞ্জাল সৃষ্টি করে গেছে ব্যক্তি স্বার্থে কাজ হয়েছে সেই রকম ব্যবস্থা আর হবেনা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।