(লক্ষ্মীপুর) জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে আমার বাংলাদেশ পার্টি 'এবি পার্টি'র যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দেশে তো আওয়ামী লীগ নেই, এখন লুটপাট ও দখল করে কারা? তারা কি ভারত থেকে এসেছে? না কি আসমান থেকে ফেরেশতা এসেছে?শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আলিয়া মাদরাসা প্রাঙ্গণে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি.পার্টি) ব্যানারে ‘রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে’ গণ-সমাবেশে যোগ দিয়ে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, বারবার চোর, ডাকাত যে নির্বাচিত হয়, তাদের ভোট দেয় কারা? ফেরেশতা এসে কি ভোট দেয়? ১,২ ও ৩ হাজার টাকা দিয়ে ভোট কিনে নির্বাচিত হন। এরপর সেই টাকা চুরি করে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। রাজনীতির ধারা পরিবর্তন করতে হলে বিকাশ নগদের রাজনৈতিক থেকে বেরিয়ে আসতে হবে।গণসমাবেশ উপস্থিত ছিলেন, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, বিশেষ অতিথি আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল্লা, কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম মহানগরের যুগ্ন-আহবায়ক সিদ্দিকুর রহমান, সমন্বায়ক আরিফ হোসেন, যুব পার্টির আহ্বায়ক শাহাদত উল্লা টুটুলসহ প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭