নিজস্ব প্রতিবেদক ।। দলীয় শৃংঙ্খলা পরিপন্থি কাজে জড়িত অভিযোগ তুলে পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক ভিপি শামসুর রহমানকে দলীয় পদ থেকে সাময়িক বহিস্কার করেছে জেলা বিএনপি। রবিবার পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব এ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের স্বাক্ষরিত প্যাডে এ আদেশ দেওয়া হয়। সেখানে উল্লেখ্য আছে যে, গত ১০ জানুয়ারী ২০২৫ইং তারিখে বেড়া পৌর কাউন্সিল-২৫ বাধাগ্রস্থ ও ভন্ডুল করার লক্ষ্যে কাউন্সিল স্থলের পাশে নেতাকর্মীদের নিয়ে অশোভন আচরণ করেন ভিপি শামসুর রহমান। তারেই প্রেক্ষিতে এ বহিস্কার আদেশ দেন জেলা বিএনপি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭