সাভার প্রতিনিধি ।। মানিকগঞ্জ জেলা শহীদ জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক মো.তৌহিদুল ইসলাম উজ্জল ও সদস্য ফাহিম ফরহাদের পক্ষ থেকে ঢাকা জেলা(উত্তর) ছাত্রদলের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটি প্রকাশ করা হয়। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ইসমাইল হোসেন সুমন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সুজন শিকদার ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মঞ্জুরুল হক সৌরভ।
উল্লেখ্য, উক্ত কমিটিরসমূহকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় ছাত্রদলের কাছে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।
সাভার(ঢাকা)।