ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হলেন পাবনার জেলার কৃতি সন্তান মেহেদী হাসান ।


জানুয়ারি ২১, ২০২৫ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ রুবেল শেখ (পাবনা) জেলা প্রতিনিধি:   বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক সদ্য নবগঠিত, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।উক্ত আহ্বায়ক কমিটিতে, যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন পাবনা, বেড়া উপজেলার কৃতি সন্তান মোঃ মেহেদী হাসান সজল।সজল বলেন, দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতিতে জড়িত থেকে, ছাত্রদলের নেতৃত্বে রাজপথে আন্দোলন, সংগ্রাম সফল করেছি।আগামীদিনে যেনো আমি জাতীয়তাবাদীর একজন সৈনিক হিসাবে,দেশ জনগণের পাশে থেকে কাজ করবো এবং ঢাকা কলেজে শিক্ষারত সকল শিক্ষার্থীদের সুখে দুখে পাশে থেকে তাদের কাধে কাধ মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাবো, একসাথে পড়াশোনা সহ ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় একসাথে কাজ করার ব্যাক্ত প্রকাশ করেন।বেড়া উপজেলার স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, আমরা খুবই আনন্দিত,মেহেদি হাসান সজন,একজন দলপ্রেমী পরিস্কার পরিচ্ছন্ন ছাত্রনেতা, অনেক ত্যাগ পরিশ্রমের ফলে আজ ঢাকা কলেজ ছাত্রদলের,যুগ্ম-আহ্বায়ক এর দায়িত্ব পেয়েছেন।আমারা বেড়া উপজেলার সন্তান সজল’কে মূল্যায়ন করায়,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।