টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং গ্রামে বীজ আলু জমি প্রদর্শণী আনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারী) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের বিভিন্ন আলু ব্যবসায়ীদের নিয়ে এ পদর্শণী অনুষ্ঠিত হয়। এ সময় হল্যান্ড হতে আমদানীকৃত ড্যানিসপো কোম্পানির উচ্চ ফলনশীল ডায়মন্ড জাতের বীজ আলু এর আলু জমি প্রদর্শণ করা হয়। এ জাতের আলু জমির শক্তিশালী গাছ দেখে উপস্থিত সবাই সন্তুুষ্টি প্রকাশ করেন। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ী বাজারের বীজ আলু ব্যাবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হোসেন শেখ, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোটেক ব.ম শামীম এর সভাপতিত্বে এবং বর্তমান সভাপতি মোজফ্ফর হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীজ আলু ব্যাবসায়ী আলমগীর কবির, বিপ্লব গোপ ঝন্টু, জসিম শেখ, মো.কালাম খান, হামিদ দেওয়ান, জিয়াউর রহমান, মো. আবু সাঈদ, হনিফ, জাহাঙ্গীর, মান্নান দেওয়ান, কামাল শেখ সহ স্থানীয় কৃষক ও গন্যমান্য ব্যাক্তি বর্গ । প্রধান অতিথি আবুল হোসেন শেখ তার বক্তব্যে বলেন, ড্যানিসপা কোম্পানির ডায়মন্ড জাতের বীজ আলু আমাদের দেশে আলুগাছ খুব ভালো গজিঁয়েছে এটার গ্রোথ খুব ভালো। আশা করা যাচ্ছে এ সমস্ত গাছে বাম্পার ফলন হবে। অন্যান্য জাতের ডায়মন্ড আলুর চেয়ে এ ড্যানিসপা কোম্পানির বীজ আলু চাষাবাদে কৃষক আরো বেশি ফলন পাবে এবং লাভোবান হবে বলে মনে হচ্ছে। উল্লেখ্য ড্যানিসপা ডায়মন্ড জাতের বীজ আলু বাংলাদেশে মেসার্স অরিত্র এন্টারপ্রাইজ আমদানী করেছেন। যার স্বত্বাধিকারী মো. রনি শেখ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭