আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিরোধপূর্ণ জমি দখলে নিতে প্রতিপক্ষের একটি দোচালা ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মনির হোসেন তালুকদার টঙ্গীবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন।জানাগেছে, শুক্রবার রাত ১ টায় উপজেলার কামারখাড়া ইউনিয়নের ভিটি মালধা গ্রামের মনির হোসেন তালুকদারের দোচালা ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ারসার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।ভুক্তভোগী মনির হোসেন তালুকদার বলেন, প্রায় ১০ বছর ধরে আমাদের আত্বীয় মোসলেম তালুকদারের ছেলে কাইয়ুম তালুকদার, লেহাজ উদ্দিন তালুকদারের ছেলে ইব্রাহিম তালুকদার ও লোকমান তালুকদারের ছেলে সোবহান তালুকদার গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। এ নিয়ে মুন্সীগঞ্জ কোর্টে একটি মামলাও হয়েছিলো । উক্ত মামলায় আদালত কতৃক স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়।পরবর্তীতে যে যার মতই আছি। গতকাল (৩১জানুয়ারী) রাত আনুমানিক ১ টায় আমাদের দোচালা ঘরে কে বা কারা জানি আগুন ধরিয়ে দেয়।পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আমার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। আমি ধারণা করছি আমাদের জমি দখলে নিতে প্রতিপক্ষ লোকজন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।এ বিষয়ে টঙ্গীবাড়ী ফায়ারসার্ভিস এর ইনচার্জ আতিকুর রহমান জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নই।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭