আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: "এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই" স্লোগানে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে তারণ্যের উৎসবে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেল ৪ টায় ব্রাহ্মণভিটা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ধীপুর ইউনিয়ন বনাম আব্দুল্লাহপুর ইউনিয়নের মধ্যকার ফাইনাল খেলায় আব্দুল্লাহপুর ইউনিয়নকে ৩-১ গোলে পরাজিত করে স্বাগতিক ধীপুর ইউনিয়ন। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আক্তার হোসেন মোল্লা, ধীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন আহমেদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মো: মুর্তজা হোসেন, ধীপুর ইউনিয়ন পরিষদের সচিব মো: ফরহাদ হোসেন, ইউপি সদস্য মাকসুদুর রহমান শরীফ,মো: মোস্তফা, মহিলা ইউপি সদস্য রাশেদা আক্তার কাকলি,টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহিন আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাজিব শেখ,ধীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য তারা মিয়া, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রনি বেপারী, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি জাহিদ হাসান,আবু বক্কর,মো: আজিম, আতিকুর রহমান,সাইফুল ইসলাম, শিশির সহ জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭