টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় অগ্নিকান্ডে দুইটি পলট্রি ফার্ম সহ বসত ঘর পুরে ছাই হয়ে গেছে। এতে ৫ শত বড় মুরগী ও ৫ শত ৮০টি বচ্চা সহ প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানাগেছে। বুধবার দিবাগত আনুমানিক রাত ৩ টার দিকে উপজেলার আউটশাহী ইউনিয়ন মামাদুল গ্রামের আক্কাছ আলী হাওলাদারের ছেলে মো. ইসমাইল হাওলাদারের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে, প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রে আনে। ভুক্তভুগি ইসমাইল হাওলাদার জানান বুধবার দিবাগত রাতে আমরা সবাই ঘুমিয়ে ছিলাম আনুমানিক রাত ৩ টার দিকে আমার নাতি নিরব ঘুম থেকে জেগে আগুন দেখে চিৎকার করে পরে আমরা সব দিকে যোগাযোগ করে এবং মসজিদে মাইকিং করে এলাকাবাসীকে ডাকা হলে তারা এসে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রে আনে,ততক্ষনে আমার সব পুরে শেষ হয়ে গেছে। আমার ১টি ফার্মে ৫ শত বড় মুরগী আরেকটি ফার্মে ৫শত ৮০পিছ মুরগীর বাচ্চা ছিল সাথে আমার বড় একটি আয় ২৩ বন্দের ঘর আসবাব পত্র সহ সব পুরে ছাই হয়ে য়ায়,এতে আমার প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে, বর্তমানে আমি একেবারে নিস্ব হয়ে গেছি। রাতে ফায়ার সার্ভিস কে ফোন করলে তারা ফোনটিও রিসিভি করেনি। আগুন লাগার সুত্রপাত জানাযায়নি। টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের সাথে মুঠো ফোনে একাধিক চেষ্টা করলে ও সে ফোন রিসিভ করেননি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭