ভোরের খবর ডেস্ক: নতুন কর্মসূচি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে গণমিছিলের ডাক দিয়েছে সংগঠনটি।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে সংগঠনটির ঢাকা মহানগরের উদ্যোগে এ গণমিছিল শুরু হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকায় ডাকা এ কর্মসূচি জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হবে। গণমিছিল কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীকে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭