ঢাকাশুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা ছাত্রদল নেতা সোহাগ এর নেতৃত্বে মোটরবাইক র‌্যালি


জানুয়ারি ৩, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শরীয়তপুর সখিপুর থানা থেকে মোটরবাইক, অটো মটরজান সহ ব্যাপক শোডাউন করেছেন, শরীয়তপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী, শরীয়তপুর সখিপুর থানা ছাত্রদলের ত্যাগী, পরিশ্রমী ও সাহসী নেতা মোঃ শহিদুল ইসলাম সোহাগ।বুধবার (১ জানুয়ারী ২০২৫ইং) দুপুর দুই টায় শরীয়তপুর সখিপুর থানা থেকে মোটরবাইকের একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে প্রধান সড়ক সহ সদরে প্রদক্ষিণ করে। এতে শহরে ব্যাপক শোডাউন হয়। এসময় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।মোঃ শহিদুল ইসলাম সোহাগ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সহযোগী ছাত্র সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। ছাত্রদলের প্রধান শ্লোগান হচ্ছে – শিক্ষা, ঐক্য, প্রগতি।এই সংগঠনটির প্রধান কার্যালয় ঢাকার নয়া পল্টনে অবস্থিত। বর্তমানে যারা বিএনপির রাজনীতির সাথে যুক্ত, তাদের মধ্যে অনেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে যুক্ত ছিলেন।জিয়াউর রহমান যখন বিএনপির প্রতিষ্ঠা করেন, তখন তিনি ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করার জন্য এর একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করার প্রয়োজনিয়তা অনুভব করেন। তাই তিনি ১ই জানুয়ারি ১৯৭৯ সালে কেন্দ্রীয়ভাবে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তখনকার সময়ে জিয়াউর রহমানের জনপ্রিয়তার জন্য অনেক তরুন অনুপ্রানিত হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন।কাজী আসাদুজ্জামান (ঢাকা বিশ্ববিদ্যালয়) কে আহ্বায়ক করে ঐদিন ছাত্রদলের প্রথম কমিটি প্রকাশ করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।