ভোরের খবর ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। সন্ধ্যার আগেই দুই দেশের নাগরিকেরাই ঘরে ফিরেছেন বলে জানা গেছে। চলমান উত্তেজনার মধ্যে বিকেল সাড়ে ৪টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সাংবাদিকদের জানান, সীমান্তের বাংলাদেশ অংশে গাছ কাটার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। পাশাপাশি তাদের দিক থেকে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আরও বলেন, আমরাও ঘটনার বিচার না হওয়া পর্যন্ত সতর্ক আছি। সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। পাশাপাশি এলাকাবাসীও বিজিবির সঙ্গে আছে।শনিবার চৌকা সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকালে ভারতের কয়েকজন নাগরিক সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশ অংশে এসে গাছ কাটছিল। এ সময় বাংলাদেশিরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে দুই দেশের নাগরিকরা সংঘবদ্ধ হয়ে শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেয়। একপর্যায়ে শূন্যরেখায় দফায় দফায় দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৩ বাংলাদেশি আহত হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭