চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত নার্সদের অবহেলায় সায়ান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ৩ জন নার্সকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। তারা হলেন সিনিয়র স্টাফ নার্স আম্বিয়া খাতুন, মজিদা খাতুন ও আমেনা খাতুন।মৃত ওই শিশুর পিতা রহনপুর পৌর এলাকার মুক্তাশা হলপাড়ার আমিন জানান, গত ৮ জানুয়ারী (বুধবার) বিকেলে পাতলা পায়খানা জনিত কারনে তার দেড় বছর বয়সী শিশুপুত্র আয়ানকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শুকবার রাতে হাসপাতালে চলমান ছেলের স্যালাইন শেষ হলে তাদের কাছে বিষযটি জানালে তারা স্যালাইন লাগবে না বলে জানায়।এ সময় তারা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে। যথাসময়ে স্যালাইন না দেওয়ার কারণে তার ছেলে শনিবার সকাল ছয়টার দিকে মারা যায়। এ ঘটনায় তার স্বজনসহ এলাকাবাসী হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা অভিযুক্ত নার্সদের একটি ঘরে তালাবদ্ধ করে রাখে।পরে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।এলাকাবাসীর দাবির প্রেক্ষিতগোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইসমাঈল হোসেন লিংকন দায়িত্বে অবহেলার কারণে অভিযুক্ত ৩ জন নার্সকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করেন। তিনি জানান,বিষয়টি আমরা জেনেছি। যারা দায়িত্বে ছিল তাদেরকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।