সাগর আহম্মেদ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ শালমারা ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রাম,মাঝরাতে যখন সবাই ঘুমে অচেতন, সময় গড়িয়ে প্রায় ২টার কাছাকাছি, এমন সময় হঠাৎ আগুনের লেলিহান এবং আর্তনাত শুনে ঘুম ভেঙে যায় পুরো গ্রামবাসীর।আগুন লেগেছে মেহেদুল ইসলামের বাড়িতে এবং ইজহারউদ্দীনের তিন পুত্র মিন্টু,আতিকুর এবং সহিদুল ইসলামের ঘড়ে,বাদ যানি মিন্টুর ঘড়টাও।পুরেছে ৬টি ঘর,দুইটি গরু,১০০টি মুরগী এবং হিরো ১০০সিসি হোন্ডা সাথে নগদ ৭লাখ টাকাসহ অনেক আসবাবপত্র,গ্রামবাসীরা প্রথমে ফায়ার সার্ভিসে যোগাযোগ করেন, সারা না পেয়ে ৯৯৯ লাইনে যোগাযোগ করার পর ফয়ার সার্ভিসের সন্ধান পায়, পরবর্তীতে তাদের দুইটি ইউনিট ঘটনা স্থানে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।ক্ষতিগ্রস্ত মেহেদুল ইসলাম বলেন রাত দুইটায় আগুন লেগেছে, কিভাবে কি হলো বলতে পারছিনা,আমাদের দু-মুঠো খাওয়ার মতো কিছু নেই,,,গ্রামবাসীরা বলেন, খেরের পালা থেকে অগ্নিকান্ডে সূচনা হয়,৬টি ঘরের উপরিভাগ ছিলো শুকনো খড়খুটোয় ভরা যার জন্য আগুন খুব সহজে বিস্তার লাভ করে।আগ্নিকান্ডে ২টি গরু পুরে ছাই হয়ে যায়, গুয়ালসহ ৬টি ঘরের উল্লেখ করার মতো ১টি জিনিস কেউ বের করতে পারিনি।ঘটনা স্থানে শালমারা ইউনিয়ন পরিষদ সাবের চেয়ারম্যান শামীম ইসলাম বলেন আমরা সবাইকে ক্ষতিগ্রস্তদের পাশে এগিয়ে আসার জন্য আহবান জানাচ্ছি।