স্টাফ রিপোর্টার: ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় মোবাইল ফোনে ভিডিও বার্তা ধারণ করে রেখে রিয়াজুল নামের এক গার্মেন্টস্ শ্রমিক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সে আশুলিয়া নরসিংহপুরের ডেকো গার্মেন্টস্ এর কোয়ালিটি কন্ট্রোলার হিসাবে কর্মরত ছিলেন। আত্মহত্যার আগে ওই ব্যক্তির মোবাইল ফোনে ধারণ করা ভিডিও বার্তায় কান্না বিভিন্ন কথা বলতে শোনা যায়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের হেরেই তিনি আত্মহত্যা করতে পারেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭