থানা প্রতিনিধি: আশুলিয়ায় গণ অধিকার পরিষদের কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ধামসোনা ৬নং ওয়ার্ড এর ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।গতকাল বিকালে আশুলিয়ার ভাদাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ধামসোনা ইউনিয়ন ৬নং ওয়ার্ড গণ অধিকার পরিষদর (জিওপি) এর উদ্যোগে এই কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী ও ঢাকা জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক অ্যাডভোকেট মো: শেখ শওকত হোসেনের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশুলিয়া থানা গণঅধিকার পরিষদের যুগ্ম-আহবায়ক মো: উজ্জল হোসেন ভূঁইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শ্রী অর্ণব কুমার শীর্ষেন্দু,আশুলিয়া থানা-গণঅধিকার পরিষদের যুগ্ম-আহবায়ক মো. নজরুল ইসলাম, ঢাকা জেলা উত্তর-যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো.আরিফ আহম্মেদ এর উপস্থিতিতে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ধামসোনা ইউনিয়ন গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো.মারুফ আকন্দ।এছাড়া আরও উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদ নেতা মো.হালিম মাষ্টার, মো.রুহুল আমিন, মো. আশরাফুল ইসলাম ও মো.শরিফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭