স্টাফ রিপোর্টার: আশুলিয়ার ভাদাইল পাবনারটেক রাসেলের ভাড়া বাসা থেকে আশামনি (১৪) নামে কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে স্বজনরা।রবিরার (১৯জানুয়ারী ২০২৫) দুপুর ১২টার দিকে আশুলিয়ার ভাদাইল পাবনারটেক রাসেলের রাফিন ডেইরি হাউসের বাসায় এই ঘটনা ঘটে।নিহত আশামনি (১৪) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার পশ্চিম শিবরাম গ্রামের মো আসাদুল মেয়ে।পাবনারটেক রাসেলের রাফিন ডেইরি হাউসের বাসার ভাড়াটিয়া। আশামনির বাবা ডেইরি হাউসে রাখালের কাজ করে এবং তার মা চুল ফ্যাক্টরিতে চাকরি করে।আশামনির পরিবার বলেন-সে মানসিকভাবে অসুস্থ ছিলো। তাকে গত ১বছর আগে চিকিৎসা করা হয়েছিলো। দুপুর ১২টায় ছোট ভাই রুমের দরজা খুলতে দেখতে পায় আশামনি জানালার গ্রিলের সাথে ঝুলতেছে এরপর বাবারে ডাক দিলে সে এসে উড়না কেটে উদ্ধার করে দ্রুত আশুলিয়ার নারী শিশু হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।আশুলিয়া থানার উপপরিদর্শক এস আই সোহেল আল মামুন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এ ছাড়া, এই ঘটনায় নিহতের স্বজনদের সিদ্ধান্ত মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭