স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চল ঢাকার আশুলিয়ায় বসবাসরত আদিবাসীরা ‘সংক্ষুব্দ আদিবাসী ছাত্র জনতার এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভারেন্টি কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে আদিবাসী শ্রমজীবী-জনতা আশুলিয়ার ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিকেলে আশুলিয়ার ডিইপিজেড নতুন জোনের সামনে থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। পরে মিছিলটি বাইপাইল ঘুরে আশুলিয়া প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।বিক্ষোভ মিছিলে আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিত করতে হবে, পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ এবং দ্রুত বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্রীয়ভাবে আদিবাসী নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ বিধিমালা চূড়ান্ত করতে হবে, ভূমি বেদখল বন্ধ করতে হবে, এক জাতির দেশ নয়, বহু জাতির বাংলাদেশ, ভূমি বেদখল বন্ধ কর, করতে হবে, সহ নানা স্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে তারা।সমাবেশে এসময় বক্তব্য রাখেন, রতন বিজয়, আনন্দ বিকাশ চাকমা, অনিল চাকমা, শান্ত চাকমা, সৌমিত্র চাকমা প্রমুখ।বক্তব্যে পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহাল এবং সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার এনসিটিবি ঘেরাও সমাবেশে আদিবাসী ছাত্রদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।