শহীদুল ইসলাম শহীদ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের কালিয়ার ছিঁড়া সুরত আলীর মোরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত অপর এক শিশু গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, গতকাল সোমবার সকালে উপজেলা শান্তিরাম ইউনিয়নের কালিয়ার ছিঁড়া সুরত আলীর মোরে রাস্তা পারাপারের সময় অবৈধ ব্যাটারি চালিত অটো ভ্যানের ধাক্কায় দুই শিশু গুরুতর আহত হয়। আহত দুই শিশুর মধ্যে ফাতেমা বেগম (৫) ঘটনাস্থলেই মারা যায় এবং আহত শিশু খাতিজা আক্তার (৭)কে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ফাতেমা শান্তিরাম ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আশরাফুল আলমের মেয়ে। আহত শিশু খাতিজা আক্তার হানি ((৮) একই এলাকার হামিদুল ইসলামের মেয়ে। ফাতেমা ও খাতিজা আক্তার মামাতো ফুফাতো বোন। গণ্যমান্য ব্যক্তিগণ উভয় পক্ষের সম্মতিক্রমে ঘটনাটি স্থানীয় ভাবে মীমাংসা করে দেন হলে জানা গেছে।