ঢাকাসোমবার , ২৭ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবার পেল ২১ লাখ টাকার অনুদান


জানুয়ারি ২৭, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:   লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ২১ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে নিহত ৪ জনের পরিবারকে ২০ লাখ টাকা ও আহত একজনকে ১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উল আলম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, বিআরটিএ’র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, সহকারী পরিদর্শক (মোটরযান) পবন চাকমা, ট্রাকশ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহ আলম, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেল কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত পৃথক সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জন ও আহত ১ জনের পরিবারের মনোনীত সদস্যদের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ২১ লাখ টাকার চেক বিতরন করা হয়। এর মধ্যে নিহতদের প্রত্যেক পরিবার ৫ লাখ টাকা ও আহত একজনের পরিবার পেলেন ১ লাখ টাকার চেক। দুর্ঘটনা কবলিত হওয়ার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমাণাদিসহ নির্ধারিত ফরমে নিহত কিংবা গুরুতর আহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে ট্রাস্টিবোর্ডে যাছাই-বাছাইপূর্বক অর্থ সহযোগিতা মঞ্জুর করেন।চেক বিতরণ অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলাদেশের মতো আর কোন দেশে সড়ক দুর্ঘটনায় এত বেশী হতাহতের নজির নেই। সড়কে ফিটনেসবিহীন গাড়ী চলাচল, অদক্ষ চালক ও অসতর্ক যাতায়াতের কারনে এদেশে এমন দূর্ঘটনার কবলে পড়তে হয়।এসময় বক্তারা সড়কে সরকারের তদারকি সংস্থার বিভিন্ন সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন। একই সাথে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সবাইকে সড়কে সতর্ক চলাফেরা সহ সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।